সারাদেশের ন্যায় দোহার – নবাবগঞ্জে ১ এপ্রিল থেকে এসএসসি ফর্ম ফিলাপ শুরু

174
সারাদেশের ন্যায় দোহার – নবাবগঞ্জে ১ এপ্রিল থেকে এসএসসি ফর্ম ফিলাপ শুরু

আল-আমিন,স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯: সারাদেশের ন্যায় দোহার – নবাবগঞ্জে ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ফর্ম ফিলাপ। ১ এপ্রিল, বৃহস্পতিবার থেকে ৭ এপ্রিল, বুধবার পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন এসএসসি শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার সময় ৮ এপ্রিল শেষ হবে। আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত এসএসসির ফরম পূরণ করা যাবে। পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ফি ১৫ এপ্রিল পর্যন্ত ফি জমা দেয়া যাবে। ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসির ফরমপূরণ বাবদ সর্বোচ্চ ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের থেকে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা ফি নিতে প্রতিষ্ঠানগুলোকে বলেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। যদিও বেশিরভাগ স্কুল এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ৩ থেকে ৫ পর্যন্ত আদায় করছে বলে অভিযোগ উঠেছে। আর বোর্ডের কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত ফি আদায়ের এখতিয়ার স্কুলগুলোর নেই। দোহারের জয়পাড়া সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেক নিউজ৩৯কে বলেন,আমরা বোর্ড কতৃক নির্ধারিত ফি নিচ্ছি সকল বিষয়ে সরকার ওয়েব সাইটে দিয়ে দিয়েছে সেই সাথে আমাদের নোটিস বোর্ডে বিস্তারিত ভাবে টাংঙ্গিয়ে দিয়েছি। দোহারের ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন নিউজ৩৯কে বলেন, এবার শিক্ষার্থীরা বিলম্ব ফি সহ বোর্ড কতৃক নির্ধারিত ফি জমা দিতে হবে ও ২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বকেয়া পরিশোধ করতে হবে। নবাবগঞ্জের বান্দুরা হলিক্রশের প্রধান শিক্ষক ব্রাদার কে ফোনে পাওয়া যায়নি। নবাবগঞ্জ গার্লস স্কুলের প্রধান শিক্ষক নিউজ৩৯কে বলেন, মহামারি করোনার মধ্যে সরকারি ভাবে যে নির্দেশনা আছে সে অনুযায়ী আমরা বেতন ও বোর্ড ফি নিচ্ছি। এই ব্যাপারে দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিব হাসান নিউজ৩৯কে বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান এস এস সি ফরম পুরনে বোর্ড যে নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী বেতন ও বোর্ড ফি নিবে। যদি এর বাহিরে কোন অতিরিক্ত টাকা নেয়ার খবর পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান নিউজ৩৯কে বলেন,যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড কতৃক নির্ধারিত ফি এর চেয়ে বেশি রাখে ও ডিসেম্বর ২০২০ এর পরে কেউ বেতন রাখে যদি কোন প্রমান পাওয়া যায় অথবা কেউ অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন