সাভার ট্র্যাজেডির দুই বোনের পাশে দোহারের তরুনেরা

342

সাভারের রানা প্লাজা ধসে নিহত দোহারের দুই বোনের পাশে এসে দাড়াল দোহারের বিভিন্ন বিদ্যালয়। একদল অদম্য প্রাণ তরুনের উদ্যোগে দোহারের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে নিহত দুই বোন লতিফা ও শরিফার পরিবারের হাতে তুলে দেন দোহারের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা।

দোহারের দুই বোন রানা প্লাজায় নিহত হবার খবরে আলোড়ন সৃষ্টি করে দোহারের প্রতিটি এলাকায়। এলাকার দায়বদ্ধতা থেকে দোহারের একদল উদ্যোমী তরুনের সহায়তায় তাদের সাহায্যের জন্য প্রতিটি স্কুলে সাহায্যের জন্য হাত পাতে। এই সময় তাদের এই কার্যক্রমে সাহায্য করেন জয়পাড়া মডেল হাই স্কুলের শিক্ষক নজরুল ইসলাম। এই কার্যক্রমে অংশগ্রহন করে দোহারের প্রায় প্রতিটি বিদ্যালয়।

উদ্যোক্তারার জানান এই কার্যক্রম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিতুল, রাজীব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেহেদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জামান, তেজগাঁ কলেজের আশরাফুল, জয়পাড়া কলেজের পারভেজ প্রমুখের অংশগ্রহন ছাড়া সম্পন্ন হতো না

আপনার মতামত দিন