সাভার গণবিশ্ববিদ্যালয় ভবনে তালা

495

সাভারের গণবিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের অনুমোদনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং পরীক্ষা নিয়ন্ত্রক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে আন্দোলনরত শতাধিক শিক্ষার্থী। এক পর্যায়ে প্রশাসনিক ভবনে ঢুকতে না পারা একাডেমিক ভবনের সামনে অবস্থানরত রেজিস্ট্রার দেলোয়ার হোসেনকে ঘেরাও করে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। এসময় রেজিস্ট্রার দেলোয়ার হোসেন শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করলে শিক্ষার্থীরা ‘আর কোনো আশ্বাস নয়, সমাধান চাই’ বলে সমস্বরে স্লোগান দিতে থাকেন।

আপনার মতামত দিন