সাভার উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের প্রার্থী রাজীব

752

সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মঞ্জুরুল আলম রাজীব। তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সহসভাপতি। শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তার মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, আগামী ১৩ জুলাই সাভার উপজেলা পরিষদের চেয়ারমান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

আপনার মতামত দিন