সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

460

সাভারে এক পোলট্রি ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ ও মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। গতকাল ভোররাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লার পোলট্রি ব্যবসায়ী ইয়াসিন আলীর মালিকানাধীন ৬ তলা বিশিষ্ট ২২/৪ নূরজাহান মঞ্জিলে এ ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ, ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাতির সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার কিংবা ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। ব্যবসায়ী ইয়াসিন আলী জানান, ভোররাত ৩টার দিকে আমার ছয়তলা বাড়ির দোতলার জানালার গ্রিল কেটে ৮-১০ একদল মুখোশ পরিহিত অস্ত্রধারী ডাকাত ঘরের ভেতর প্রবেশ করে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে মারধর ও হাত-পা বেঁধে রেখে আলমারির লকার ভেঙে লুটপাট চালায়।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে ডাকাতরা ৪৫ ভরি স্বর্ণ, নগদ পাঁচ লাখ টাকা, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইলফোনসহ আনুমানিক ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ব্যবসায়ীর মেয়ে ফরিদা ইয়াসমিন তানিয়া বলেন, আমরা তিন ভাইবোন একটি কক্ষে শুয়ে ছিলাম। ভোররাত সোয়া ৩টার দিকে মুখোশ পরিহিত একজন লোক আমার মায়ের গলায় পিস্তল ঠেকিয়ে আমাদের ঘরে নিয়ে আসে। পরে মাকে আমাদের পাশে শুইয়ে কম্বল দিয়ে ঢেকে দেয়ায় আর কিছু দেখতে পারিনি। তবে অস্ত্রধারী ওই ডাকাত পাভেল বলে একজনকে ডেকে আমাদেরকে পাহারা দিতে বলে। এছাড়া ডাকাতরা চলে যাওয়ার সময় বলে যায় এঘটনায় থানায় জিডি করলে করতে পারেন। কিন্তু কোনো লাভ হবে না। ডাকাতির খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ, গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসীরা জানায়, গত কয়েকদিনে ব্যাংকটাউন এলাকায় ছয়টি ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে জানান এলাকাবাসী। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, ডাকাতির খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত দিন