সাভারে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

254

সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৬৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। ৬ মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে ৩১৩ জন নবীন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খান প্রমুখ।

আপনার মতামত দিন