সাভারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

334

গতকাল বৃহস্পতিবার ভোররাতে সাভারের দক্ষিণ রাজাসন এলাকার টেইলার্স ব্যবসায়ী রেজাউল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ওই বাড়ি থেকে নগদ দুই লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও কয়েক লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। পুলিশ জানায়, রাজাসন এলাকায় ভোররাতে ওই ব্যবসায়ীর তিন তলা বাড়ির নিচতলার ফ্ল্যাটের দরজা ভেঙে ৮ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে আলমারি ভেঙে নগদ দুই লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, একটি ক্যামেরাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটপাট করে। এ সময় ব্যবসায়ী রেজাউল করিম ও তার স্ত্রী সুফিয়া আক্তারকে পিটিয়ে আহত করে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতরা ওই বাড়ির ফ্রিজ থেকে ফলমূল ও রান্না করা খাবারও খেয়ে যায়। এ ছাড়া রাজাসন এলাকার মোহাম্মদ আলী নামের আরেক বাড়ি থেকে প্রায় এক লাখ টাকার মালামাল লুটপাট করে ডাকাতরা। ডাকাতি হওয়ার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই সুমন বলেন, ডাকাতি হওয়ার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

অন্য খবর  নবাবগঞ্জে জাল টাকাসহ এক নারী আটক

 

আপনার মতামত দিন