সাতভিটায় সন্ত্রাস, ইভটিজিং ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

123
সাতভিটা

ঢাকা জেলার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ৯নং সাতভিটা ওয়ার্ডে সন্ত্রাস, ইভটিসিং ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১৬ মার্চ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় সভাটি আরম্ভ হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই. জি. আর. খান মো. আব্দুল মান্নান। এসময় তিনি মাদক থেকে দূরে রাখার জন্য সন্তানের প্রতি কড়া নজরদারি রাখতে বলেন উপস্থিত অভিভাবকদের।

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সন্ত্রাস ও ইভটিজিং নির্মূলে আমাদের টিম বদ্ধপরিকর।

দোহার উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বেল্লাল মোল্লার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা সেচ্চাসেবক লীগ সভাপতি মাহবুব বেপারি, দোহার থানা সেকেন্ড অফিসার সৌমেন মৈত্র, আওয়ামী লীগ নেতা বাবুল কাজী, মো. জসিম, যুবলীগ নেতা সাদিকুল মোল্লা, শাহিদ খানসহ অত্র এলাকার সচেতন নাগরিক।

আপনার মতামত দিন