সাংবাদিক সুমন পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নির্বাচিত

1119

নবাবগঞ্জ প্রেস ক্লাব ও ঢাকা জেলা (দক্ষিণ) টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন এবং মোহনা টেলিভিশন দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক খালিদ হোসেন সুমন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ২৩ মার্চ বৃহস্পতিবার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির প্রথম সদস্য সভায় নির্বাচনী বোর্ড নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। জানা যায়, সাংবাদিক সুমন মাঝিরকান্দা ইসলামিয়া হাফিজিয়া এতিমখানা ও মাদরাসার সাধারণ সম্পাদক এবং নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য। উপজেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠন ও শিক্ষাবিদ খবিরউদ্দিন মৃধা এবং শিক্ষাবিদ খালেদা বেগমের বড় ছেলে তিনি।

 

আপনার মতামত দিন