সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে: সালমান এফ রহমান

205
সালমান এফ রহমান 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও দোহার-নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, বর্তমান সরকারের সকল উন্নয়ন কার্যক্রমকে দ্রুত এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাসিক সমন্বয় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও দোহার-নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান সভায় উপস্থিত সকল জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সরকারের উন্নয়ন কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, ইয়াসমিন আক্তার, ইউপি চেয়ারম্যান, ইব্রাহিম খলিল, দেওয়ান তুহিনুর রহমান তুহিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আপনার মতামত দিন