সরকারি পদ্মা কলেজের পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনও কে শুভেচ্ছা

146

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছেন ফিরোজ মাহমুদ নাঈম। মঙ্গলবার (৭জুন) দুপুর ১২ টায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় সরকারি পদ্মা কলেজের অধ্যক্ষ সহ সকল শিক্ষকবৃন্দ।

এর আগে জনাব ফিরোজ মাহমুদ মানিকগঞ্জের শিবালয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

দোহারে যোগদানের পর তিনি জানান, দোহারের সকলের সহযোগিতা নিয়ে দোহারকে ঢাকার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, আমি শিক্ষা বান্ধব কিন্ত মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। তিনি শিক্ষক – ছাত্র পরিবেশ শ্রদ্ধার কিন্তু বন্ধুত্বপূর্ণ হওয়ার তাগিদ দেন। একইসাথে করোনা সংক্রমণের এই সময় পদ্মা কলেজের অনলাইন শিক্ষাদান পদক্ষেপের তিনি ভূয়সী প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সরকারি পদ্মা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ জালাল হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মুজাহিদুল ইসলাম, এ বি এম রকিব, নুরুল আমিন হাওলাদার, এমারত হোসেন এমরান, মশিউর রহমান, মোতাহার হোসেন, রাজিয়া সুলতানা, আনোয়ার হোসেন, ইংরেজী বিভাগের প্রভাষক ও নিউজ৩৯ এর সম্পাদক তারেক রাজিব, মাসুদ রানা, আলমগীর হোসেন, ইদ্রিস আলী, উর্মিলা শীল, হিসাবরক্ষক মোতালেব হোসেন সহ অন্যান্য শিক্ষকমন্ডলী।

আপনার মতামত দিন