সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করলেন আব্দুল মান্নান খান

1876

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকেই সম্মেলন সফল করতে আসতে শুরু করেছেন নেতাকর্মীগণ। সব প্রস্তুতিই শেষ করে দু্ই দিনের এ সম্মেলন সাজানো হয়েছে চারটি অধিবেশনে।

সম্মেলনকেন্দ্রে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন সকাল ১০টায়। দলীয় সভাপতি অনুষ্ঠানস্থলে আসার পরেই সব ধর্মের ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হবে সম্মেলনের মূল কার্যক্রম। দলের থিম সংয়ের সঙ্গে এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। গত সম্মেলনের পর থেকে এ পর্যন্ত মারা যাওয়া জাতীয় আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, সব আন্দোলন-সংগ্রামে নিহত দলীয় নেতা ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করেন আব্দুল মান্নান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম। এরপর পর্যায়ক্রমে বক্তব্য দেন সম্মেলনে আমন্ত্রিত বিদেশি অতিথিরা। পরে দলীয় সভাপতি হিসেবে শেখ হাসিনা বক্তব্যের মাধ্যমে এই পর্বের সমাপ্তি হয়।

আপনার মতামত দিন