সবাইকে মিলেই দোহার-নবাবগঞ্জকে বাংলাদেশের মডেল পরিনত করতে হবেঃ সালমান এফ রহমান

570
সালমান এফ রহমান

সবাই মিলেই দোহার-নবাবগঞ্জকে এগিয়ে নিতে হবে। আমরা সবাই মিলেই এই অঞ্চলকে বাংলাদেশের মডেল হিসাবে গড়ে তুলবো। শেখ হাসিনার বাংলাদেশে দোহার-নবাবগঞ্জ হবে বাংলাদেশের মডেল। এই লক্ষে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেনের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এই কথা বলেন।

দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেনের আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ আজ সারা বিশ্বের সামনে মাথা উচু করে দাঁড়িয়েছে। আজ বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে, তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। দেশকে আরো এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। তাই আমাদের শেখ হাসিনার সরকারের জন্য কাজ করে যেতে হবে। দল-মত নির্বিশেষে শেখ হাসিনার সরকারের জন্য তার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে আবার ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

তিনি আগামী নির্বাচনে সবাইকে আওয়ামী লীগের জন্য কাজ করার নির্দেশ প্রদান করেন।

আপনার মতামত দিন