সন্ত্রাসীকে ধরিয়ে দেয়ার জের: আগলায় ইউপি সদস্যকে হাতুড়ি পিটুনি

250

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাসী চিনিয়ে দেয়ায় ইউপি সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা আগলা ইউনিয়নের আগলা কালুয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এতে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগে জানা গেছে, গত ৯ মাস আগে আগলা পোস্ট অফিস এলাকার মুদি দোকানী আব্দুল কাদেরকে চাঁদার দাবিতে মারধর করে আগলা কালুয়াহাটি গ্রামের মো. বাদলের বখাটে ছেলে সাদ্দাম। বিষয়টি থানায় অভিযোগ হলে আগলা ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আসলাম থানা পুলিশকে গ্রেপ্তারে সহায়তা করে।

পরে গ্রেপ্তারকৃত সাদ্দামকে ভ্রাম্যমাণ আদালত ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। সম্প্রতি সাদ্দাম জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় আসে।

এরই জের ধরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আগলা পোষ্ট অফিস সংলগ্ন আসলাম মেম্বারের জুতার কারখানায় হানা দেয় সাদ্দামসহ ২/৩ বখাটে। এসময় বখাটেরা কোন কথা ছাড়াই আসলাম মেম্বারকে হাতুড়ি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতে  গুরুতর আহত করে।

আপনার মতামত দিন