সদরঘাট থেকে সালমান এফ রহমান গ্রেফতার

    132
    Oplus_131072

    news39.net; online desk: মঙ্গলবার তাদের রাজধানীর সদর ঘাট থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
    তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করে সালমান এফ রহমান শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন। এছাড়াও গুজব রটে তিনি কাতার চলে গিয়েছেন।

    ডিএমপির (মিডিয়া) থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, নৌ পথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. মাইনুল হাসান এ তথ্য জানিয়েছেন। রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় মঙ্গলবার এই দুজনকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দেন।

    আপনার মতামত দিন