সড়ক দূর্ঘটনায় এক মহিলা নিহত

284

মাযাহারুল ইসলাম, নিউজ ৩৯♦ বুধবার বিকালে জয়পাড়ার টেকনিকালের মোড়ের সামনে মোটর সাইকেলের সাথে ধাক্কায় এক ৭৫ বছর বয়স্ক মহিলা মারা গেছে। মহিলার বাড়ী টেকনিকালের মোড়ে।

ঘটনাটি আমাদের রিপোর্টার মাযাহারুল ইসলামের সামনে ঘটে। তিনি জানান দোহার বাজারের জেনারেটর ব্যবসায়ী মিরাজ তীব্র গতিতে মোটর সাইকেল চালিয়ে আসছিলেন। এ সময় বিপরীত দিক হতে নগর পরিবহনের একটি গাড়ি ঢাকা যাচ্ছিল।

জয়পাড়া আসার সময় টেকনিকালের মোড়ের কাছে সাইড নিতে গিয়ে এক মহিলাকে চাপা দেয়। এই সময় মহিলা মারাত্মক ভাবে আহত হন। তিনি তার মাথা ও চোখে গুরুতর আঘাত পান। তাকে দ্রুত মোটরসাইকেল চালক নিজ দায়িত্বে দোহার সরকারি হাসপাতালে নিয়ে যায় এবং জরুরী চিকিৎসার ব্যবস্থা করেন। তখন পর্যন্ত আক্রান্ত মহিলার জ্ঞান ফিরে আসেনি।

অবশেষে রাত আটটার দিকে মহিলা মারা যান। এ ঘটনায় মোটর সাইকেল চালক মিরাজ ও মিরাজের কর্মচারিও গুরুতর আহত হন।

শেষ খবর  পাওয়া পর্যন্ত, বৃহস্পতিবার সকালে পুলিশ  তদন্ত করার জন্য জেনারেটর ব্যবসায়ী মিরাজের  বাসায় গিয়েছিল। কিন্তু তাকে পাওয়া যায়নি।

আপনার মতামত দিন