সকলের সড়ক আইন ও বিধিবিধান জানা এবং তা মেনে চলা আবশ্যক: আফরোজা আক্তার রিবা

182
আফরোজা আক্তার রিবা

দোহার-নবাবগঞ্জে  জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হলো আজ সোমবার। নানা কর্মসূচির মধ্যদিয়ে দেশে দ্বিতীয়বারের মতো  দিবসটি পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’

এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র নেতৃত্বে বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি জয়পাড়া পাইলট মডেল স্কুল হতে এক শোভাযাত্রার বের করা হয়।

মানব বন্ধন ও র‍্যালী শেষে দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, ‘সকলে মিলে কাজ করলে অচিরেই এ দেশে নিরাপদ সড়ক নিশ্চিত হবে। জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের মধ্য দিয়ে জনগণ নিরাপদ সড়ক বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে আগ্রহী হবে।’

তিনি বলেন, ‘নতুন নতুন রাস্তা, ব্রিজ-কালভার্ট, ফ্লাইওভার ও ওভারপাস নির্মাণ, পুনর্নির্মাণ ও মেরামত করা হয়েছে। আমরা টেকসই, নিরাপদ ও মানসম্মত সড়ক অবকাঠামো এবং সমন্বিত আধুনিক গণপরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের সড়ক অবকাঠামোর উন্নয়নের সাথে সাথে নিরাপদ সড়ক নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিবহণ মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী নির্বিশেষে সকলের এ সংক্রান্ত আইন ও বিধিবিধান জানা এবং তা মেনে চলা আবশ্যক।’ এর মাধ্যমে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনারোধ করা সম্ভব বলে তিনি মনে করেন।’

আপনার মতামত দিন