পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ঢাকা জেলার উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে চলতি ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) উল্লেখযোগ্য ২৭টি প্রকল্প বাস্তবায়নাধীন আছে যার মধ্যে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলা অন্তর্ভুক্ত আছে। সোমবার জাতীয় সংসদে ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রীর দেয়া হিসাব অনুযায়ী দেখা যায়, দোহার-নবাবগঞ্জে সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প, বন্যাপ্রবণ ও নদীভাঙন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (২য় পর্যায়), পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের আইসিটি কার্যক্রম ও ই-সেবা শক্তিশালীকরণ, ইউনিয়ন সড়ক ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প, পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ ঢাকা বিভাগীয় কার্যক্রম-২, পল্লী জীবিকায়ন প্রকল্প, জাতীয় ভূমি জোনিং প্রকল্পের কাজ চলছে। এছাড়া জনগুরুত্বপূর্ণ উপজেলা সড়ক উন্নয়ন নবাবগঞ্জ, ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ, মৌলিক স্বাক্ষরতা প্রকল্প, সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড একসেস ইনহান্সমেন্ট প্রজেক্ট, ধামরাই-নবাবগঞ্জে টেকনিক্যাল স্কুল স্থাপন, নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প, দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট, সমন্বিত খামার ব্যবস্থাপনায় কৃষি উৎপাদন ও কর্মসংস্থান কর্মসূচি, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ, স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্ট, তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত উন্নয়ন কার্যক্রম চলছে। মন্ত্রী বলেন, ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দেশব্যাপী চলমান প্রকল্পের অংশ হিসেবে বিভিন্ন প্রকল্পে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলা অন্তর্ভুক্ত আছে।