সংবাদ প্রকাশের ক্ষোভ থেকেই হত্যা করা হয়েছে সাংবাদিক নাদিমকে

17

 

সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি ইউপি চেয়ারম্যানকে আদালতে তোলা হবে আজ।

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আদালতে তোলা হবে আজ।

র‍্যাবের অভিযানে গ্রেফতার বাবুসহ কিলিং মিশনে অংশ নেয়া ৪ জনকে রাতেই ঢাকা থেকে নেয়া হয় জামালপুরে।  তারা হলেন- মনির, জাকির ও রেজাউল। গতকাল পঞ্চগড়ে আত্মীয়ের বাসা থেকে ধরা পড়েন বাবু। আর বাকি তিনজনকে গ্রেফতার করা হয় উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে। পাশাপাশি, গ্রেফতার আরও ৯ জনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে আজ।

র‍্যাব জানিয়েছে, সংবাদ প্রকাশের ক্ষোভ থেকেই হত্যা করা হয়েছে সাংবাদিক নাদিমকে।

 

আপনার মতামত দিন