সংগীতে একুশে পদকপ্রাপ্ত পদকপ্রাপ্ত রহমত উল্লাহকে সংবর্ধনা

511

নবাবগঞ্জ উপজেলায় সংগীতে একুশে পদকপ্রাপ্ত শিল্পী রহমতউল্লাহ আল মাহমুদ সেলিমকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ ৩১ মার্চ শুক্রবার বিকালে উপজেলার বক্সনগর ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠান করা হয়। বক্সনগর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া এতে সভাপতিত্ব করেন। উদিচী শিল্পী গোষ্ঠির সংগঠক রহমত উল্লাহ আল মাহমুদ সেলিম নবাবগঞ্জের বক্সনগর ইউনিয়নের সন্তান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আশীষ কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ। আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সুরুজ আলম প্রমূখ।

আপনার মতামত দিন