ষড়যন্ত্রকারীরা বসে নেই, আমরাও প্রতিহত করতে প্রস্তুত – আলমগীর হোসেন

34

দোহার উপজেলায় মঙ্গলবার মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ৪৬তম জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে “১৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা – শোক থেকে শক্তিশালী বাংলাদেশ’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতি কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

সেসময় আলমগীর হোসেন বলেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই, আমরাও প্রতিহত করতে প্রস্তুত। বুকের রক্ত দিয়ে হলেও সকল প্রকার ষড়যন্ত্র আমরা প্রতিহত করবো।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার ওসি মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা একেএম করম আলী, অহিদুল ইসলাম অনু, মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গোলাম মোস্তফা, সাবেক ছাত্রনেতা তুহিন হোসাইন সহ আরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিন্নাতুল ইসলাম জিন্নাহ।

আপনার মতামত দিন