শ্রীনগরে মাহী বি চৌধুরীর উঠোন বৈঠক

164

শ্রীনগরে নৌকার বিজয়ের লক্ষে মুন্সীগঞ্জ-১ আসনের মহাজোট প্রার্থী ও আওয়ামী লীগের নেতা কর্মীরা উঠোন বৈঠক করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাসাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আহসান হাবীবের সভাপতিত্বে উপজেলার হাসাড়া পালের বাড়ীতে উঠোন বৈঠক আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।

প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের মহাজোট থেকে মনোনীত প্রার্থী মাহী বি চৌধুরী। এ সময় বিশেষ অথিতী হিসবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন, হাসাড়া ইউপি চেয়ারম্যান সোলাইমান খান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত দিন