শ্রীনগরে গ্যাসের সন্ধান

287

গাজী নাদিম/রাহুলঃ শ্রীনগরে বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও গ্রামে এই গ্যাসের সন্ধান পাওয়া যায়।গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, সাতগাঁও গ্রামের বটতলা বিজয় মেম্বারের বাড়িতে একটি গভীর নলকূপ বসানোর সময় শ্রমিকরা গ্যাসের উদগিরণ লক্ষ করেন। এ সময় তারা স্থানীয়দের জানায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আরিফুজ্জামান শেখ সাংবাদিকদের বলেন, আমরা ঘটনাস্থলে আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিষয়টি অবগত করি। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছে এখানে পকেট গ্যাস রয়েছে। গ্যাসের চাপ খুব কম। তবে পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। আপাতত ওই স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খুব দ্রুতই পেট্রোবাংলার বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনে আসবেন।

আপনার মতামত দিন