শোল্লায় যুবক খুন

359

বৃহস্পতিবার রাতে শোল্লা বাজারের কাছে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে সুব্রত(২০) নামের এক যুবক। সুব্রতর বাড়ি শোল্লা বাজারের কাছেই। তার পিতার নাম ডাঃ সুশিল। বৃহস্পতিবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। সুব্রত খুন কোন কারন এখনো জানা যায় নি।
বৃহস্পতিবার রাত দশটার দিকে শোল্লা বাজার থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন হয় সুব্রত। এই খবর পেয়ে সকালে নবাবগঞ্জ থানার তদত্তদলের প্রধান এস আই মুসফিক শোল্লা বাজারে উপস্থিত হন। এই ব্যাপারে নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই ইমতিয়াজ নিউজ ৩৯কে জানান, খুনের রহস্য উদঘাটনের জন্য তদন্ত হচ্ছে।

আপনার মতামত দিন