শোল্লায় বখাটেরা কেটে ফেলেছে শতাধিক লিচু গাছ

258

নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের কোন্ডা এলাকায় একটি বাগানের প্রায় দুইশত লিচু গাছে কেটে ফেলেছে স্থানীয় বখাটেরা। বাগানের মালিক স্থানীয় কৃষক শাহজাহান মিয়া ও তার ভাই কামাল মিয়া ইতিমধ্যে নবাবগঞ্জ থানাকে লিচু গাছ কাটার বিষয়টি অবহিত করেছেন। 

লিচু বাগানের মালিক শাহজাহান মিয়া জানান, কিছু দিন পূর্বে স্থানীয় কিছু বখাটে তার বাগানে পেয়ারা নিতে আসলে তিনি না দিলে বাগানের ফসল বিনষ্ট করার হুমকি দেয় এবং সেই দিন রাতেই বখাটেরা তার বাগানের লিচু গাছ কেটে ফেলে বলে জানান শাহজাহান মিয়া।

এদিকে এই বখাটে দলের বিরুদ্ধে আরো অভিযোগ জানিয়েছেন স্থানীয় কৃষকরা। এরা মাঝে মাঝেই ক্ষেত হতে ফসল চুরি করে এবং ক্ষেতে মাদক সেবন করে। তারা এলাকায় প্রচন্ড উৎপাত করলেও তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ নেই। 

আপনার মতামত দিন