শোকদিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দোহার থানা পুলিশের শ্রদ্ধা

1073
শোকদিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দোহার থানা পুলিশের শ্রদ্ধা

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমান এর ৪১ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ঢাকা দোহার উপজেলার পরিষদে বঙ্গবন্ধু জাতীর পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দোহার থানা পুলিশ।

শ্রোদ্ধাঞ্জলী ঞ্জাপনের পর কিছুক্ষন নিরবে দাড়িয়ে থাকে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম লিটু পিপিএম এর নেতৃত্বে একটি পুলিশ কর্তকর্তারা।

সিরাজুল ইসলাম বলেন ১৫ আগষ্ট এই দিনে কিছু দুঃশকৃত দেশ বিরোধী চক্রান্ত করে হাজারো বছরের শ্রেষ্টসন্তান স্বাধীন বাংলাদেশের স্হতপ্রতিক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে।

এসময় আরো উপস্হিত ছিলেন দোহার থানা তদন্ত ওসি সোহেল রানা,সেকেন্ড অফিসারএস আই আঃ গনী,শফিউল আজম,আশরাফুল ইসলাম, সুরুজ আলম, আলিম, প্রমুখ।

আপনার মতামত দিন