শুক্রবার গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব দোহারের ২০১৭ এর বার্ষিক সভা

245

আগামীকাল শুক্রবার গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব দোহারের ২০১৭ এর বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। একই সাথে এই সভা থেকে নতুন কমিটি দায়িত্ব বুঝে নিবে।

এই ব্যাপারে গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব দোহারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খালিকুজ্জামান জুয়েল নিউজ৩৯কে বলেন, আগামীকাল শুক্রবার গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব দোহারের ২০১৭ এর বার্ষিক সভা সকালে পুরানো পল্টনে সাসকো আন্তর্জাতিকের অফিসে অনুষ্ঠিত হবে। এই সভায় নতুন কমিটি, আগামী ৬জানুয়ারি,২০১৮ দোহারে মেধা বৃত্তি প্রোগাম নিয়ে আলোচনা হবে। একটী আদর্শ, শিক্ষিত, আধুনিক, রুচিশীল ও আলোকিত দোহার গঠনে গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব দোহার কাজ করে যাচ্ছে এবং ভবিশ্যতেও কাজ করবে।

আগামীকাল GAD (Graduate Association of Dohar) এর মিটিং এর ঠিকানাঃ

Place: SASCO International (3rd Floor), 53 DIT extension road, Naya Palton (near Bakshi Hotel) Time: 22nd December, Friday, 10.00 am.

আপনার মতামত দিন