শিহাবের দায়িত্ব নিলেন শামীমা রাহিম শীলা

397
শিহাবের দায়িত্ব নিলেন শামীমা রাহিম শীলা

 

শিহাব অষ্ঠম শ্রেনীতে পড়ুয়া বৃত্তি পাওয়া এক দরিদ্র মেধাবী ছাত্র। দারিদ্রতার কষাঘাতে পড়াশোনার পাশাপাশি মৈনট ঘাটে নিয়মিত কাজ করতে হতো এই মেধাবী ছাত্রকে। প্রতিদিন সকালে কাজ শেষ করে স্কুলের পথে পা বাড়াত শিহাব। অতঃপর তার কষ্টের দিন মনে হয় শেষ হলো। তার যাবতীয় পড়াশোনার খরচ বহন করার ঘোষনা দিয়েছেন দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শীলা। শিহাবের কথা শুনে শামীমা রাহিম শীলা ছুটে যান কার্তিকপুর স্কুলে এবং স্কুল কতৃপক্ষের উপস্থিতিতেই শিহাবের সকল ব্যইয়ভার বহন করার ঘোষনা

আপনার মতামত দিন