শিক্ষানুরাগী ও সমাজ সেবক তাঁরা মিয়ার ইন্তেকাল

196

ঢাকার নবাবগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক, শোল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও শোল্লা কলেজের প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মাহবুবুর রহমান তাঁরা মিয়া (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ..রাজিউন)।

সোমবার বিকাল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকাল তিনি চার ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, মিজানুর রহমান কিসমত ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টি’র কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া আরো শোক প্রকাশ করেছেন, নবাবগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হাজী ইব্রাহীম খলিল, ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টি’র সাধারন সম্পাদক কমরেড আজহারুল হক, ইউপি চেয়ারম্যান তুহিনুর রহমান তুহিন, নবাবগঞ্জ উপজেলা কৃষকলীগ,নবাবগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশন, এই সময় এই দেশ নিউজ পোর্টাল পরিবারসহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আপনার মতামত দিন