দোহারে সড়ক দুর্ঘটনায় শিক্ষক গোবিন্দ পাল নিহত

814
দোহারে সড়ক দুর্ঘটনায় শিক্ষক গোবিন্দ পাল নিহত

০১ ফেব্রুয়ারি সোমবার ঢাকা জেলার দোহার উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক গোবিন্দ পাল নিহত হয়েছেন।

সোমবার সকালে সাড়ে আটটার দিকে তিনি মোটরসাইকেলে করে সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে বাশতলা পেরিয়ে একটু এগুনোর পর একটা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

তারপর পর দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গোবিন্দ পাল উপজেলার জয়পাড়া গ্রামের চিত্র পালের ছেলে এবং তিনি স্ত্রী, এক বছরের একটি মেয়ে রেখে গেছেন।

দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।

আপনার মতামত দিন