শিকারীপাড়া টিকেএম উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র সংঘ কমিটির নির্বাচন প্রস্তুতি

673

শিকারীপাড়া টি.কে.এম.উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রথমবারের মত গঠিত হতে যাচ্ছে শিকারিপাড়া টি.কে.এম.উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংঘ। গত সেপ্টেম্বর মাসে আহ্ববায়ক কমিটি গঠন হওয়ার পর থেকেই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠণ করার লক্ষ্যে খুব আন্তরিকতার  সাথেই কাজ করে যাচ্ছে সেই আহবায়ক কমিটি। এর আগে পুরো কার্যনির্বাহী কমিটি গঠন ও পরিচালনার নিমিত্তে একটি গঠনতন্ত্র রচনা করা হয়। এদিকে মোট ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে ইতিমধ্যেই ৩০ প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। আর বাকী ২১টি পদের জন্য নির্বাচনের প্রস্তুতি চলছে। আগামী ১ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিকে এই কমিটি গঠনকে কেন্দ্র করে সবার মাঝেই বিরাজ করছে দারুন উৎসাহ ও উদ্দীপনা। শিকারীপাড়া বাজার আর বেরিবাধ সংলগ্ন মিনি চাইনিজ রেস্টুরেন্টগুলো যেন  এক মিলনমেলায় পরিণত হয়েছে। প্রতিদিনই কোন না কোন ব্যাচের প্রোগ্রাম থাকছে,বিশেষকরে ছুটির দিনগুলিতে সবাই ছুটে যাচ্ছে তাদের পুরনো প্রানের সেই স্কুলের কাছে,যেখানে কেটেছে তাদের জীবনের অনেকটা সময়,যে স্কুলের মাধ্যমেই আজ কেউ ডাক্তার,কেউ ইঞ্জিনিয়ার কেউবা সফল ব্যবসায়ী। শহরের এই যান্ত্রিকতার ভিরে যেন হাপিয়ে উঠেছে সবাই তাই এ কমিটি গঠনের উদ্দেশ্যে কিছুটা দিনের জন্য হলেও ছায়াঘেরা মায়াভরা গ্রামের প্রকৃতির মুক্ত  বাতাসে স্কুল জীবনের পুরনো বন্ধুদের সঙ্গে মিশে একটু ভাল লাগার ছোয়ায় নিজেদের হৃদয়টাকে ভরিয়ে দিতে পারছে সবাই। স্কুল ত্যাগ করার পর অনেকের সাথে হয়তো ২০/২৫ বছর যাবৎ দেখা স্বাক্ষাত নেই কারও, তাই দেখা হবার এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছেন সবাই। সবাই মনে করছেন কোনরকম অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে ১ ডিসেম্বরেই জমবে শিকারীপাড়া স্কুলের ইতিহাসে সবচেয়ে বড় মিলনমেলা। প্রাক্তন ছাত্র সংঘের মাধ্যমে সবাই তাদের মায়ের মত স্কুলের সার্বিক উন্নয়ন ঘটাতে পারবে বলে সবার বিশ্বাস। উক্ত কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে সভাপতি পদে লড়ছেন ৩ জন এরা হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এফ.সি.এ. আবুল কাশেম, রোকেয়া স্বরণী শাখার এবি ব্যাংক ম্যানেজার চৌধুরী এ.এন.এম. মোশারফ আলী বেগ সঞ্জু,তরুণ সমাজ সেবক মোশারফ হোসেন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন ২ জন এরা হলেন বারডেম হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক ডাঃ বাবুল মিয়া ও তরুণ সমাজ সেবক মোঃ আইয়ুব মোল্লা। সাংগঠনিক সম্পাদক পদে ২ জন,এরা হলেন মোঃ সিরাজুল ইসলাম মহাব্বত ও মোঃ ইনাজুদ্দিন।

আপনার মতামত দিন