নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন

309

নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের ১১ সদস্য বিশিষ্ট ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। শিকারীপাড়া ইউনিয়নের বি.এন.পির সভাপতি রইস উদ্দিন আহমেদ খোকনের সভাপতিত্বে ২৮ সেপ্টেম্বর বিকাল ৫টায় শিকারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে এই কমিটি গঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার ছাত্রদলের সভাপতি মোঃ সাহিনুর রহমান সাহিন।

সভায় ১১ সদস্য বিশিষ্ট ছাত্রদলের নতুন কমিটির ঘোষনা দেওয়া হয়। ছাত্রদলের নতুন ১১ সদস্যরা হলেন, ইসহাক হোসেন (সভাপতি),মোঃ কাইযুম খান টুকন (সিনিয়র সহ-সভাপতি),সবুজ খান (সহ-সভাপতি),আব্দুল্লাহ খান রিম (সহ-সভাপতি),রিপন খান (সাধারন সম্পাদক),নবীন(যুগ্ন সম্পাদক),মোঃ রতন হোসেন (সহ-যুগ্ন সম্পাদক),মোঃ ইমরান হোসেন উজ্জল (সাংগঠনিক সম্পাদক),মোঃ আসিফ শেখ (সহ-সাংগঠনিক সম্পাদক),পলাস দাশ (সহ-সাংগঠনিক সম্পাদক),হাসান রাজু (প্রচার সম্পাদক )।

এই সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও থানা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক, মেহেদি হাসান বিল্পব, উপজেলার ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমন আহমেদ মুরাদ, এছারা আরো উপস্থিত ছিলেন, ইয়াকুব মোল্লা,ওয়াহিদ শেখ,মুস্তাক আহমেদ,মোঃ সোহেল,হারুন-অর-রশীদ,লুৎফর রহমান ভুইয়া প্রমুখ।

আপনার মতামত দিন