শিকারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত

185

শিকারীপাড়া-জামসা সড়কে গতকাল শুক্রবার এক মোটর সাইকেল দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত সেলিম (২৫)-এর বাড়ী শিকারীপাড়ায়, গতকাল দু্পুরে সে মোটরসাইকেলে করে জামসা যাচ্ছিল। পথে  একটি সিএনজি চালিত গাড়ীকে পাশ কাটাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে উল্টো দিক থেকে আসা ভাড়ায় চালিত আরেকট মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। ঘটনা স্থলেই চালকের মৃত্যু হয়। নিহতের পিতার নাম করিম বেপারী।

দূর্ঘটনায় অপর মোটর সাইকেলের দুই আরোহী আহত হয়, তাদের বান্দুরার এক ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

আপনার মতামত দিন