স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯♦ সোমবার ভোর চারটার দিকে শিকারীপাড়ার সিদ্দিক খান বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নকান্ডে মার্কেটের ভিতরে থাকা ১০টি দোকান ক্ষতিগ্রস্থ হয় এবং এর মাঝে একটা কাপড়ের দোকান, দুইটা বেকারী ও একটা সেলুন পুরোপুরি ভষ্মীভুত হয়।
ধারণা করা হচ্ছে বৈদ্যুৎতিক সর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত। বেলা ৭টার দিকে কেরানীগঞ্জ থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। সোমবার ভোর চারটার দিকে লাগা এই আগুনে প্রায় ৭০ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে জানান আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেন কেরানিগঞ্জ থেকে ফায়ার সার্ভিস আসতে দেরি করায় আগুনে এতো ক্ষতির পরিমান বেশি হয়েছে।
আপনার মতামত দিন
![](https://news39.net/wp-content/uploads/2023/08/protiva-coaching-ad-primary-teacher-2023-min.jpg)