‘পরিস্কার হাত সুন্দর ভবিষ্যত’ এই স্লোগান সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশ্বহাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের হাগ্রাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় হাজারো ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে প্রথমে র্যালী ও পরে সঠিক নিয়মে হাত ধোয়া শেখানো হয়। সামাজিক সংগঠন “সেইভ দা সোসাইটি” এর আয়োজন করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আব্দুস সালাম। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্যোশে আব্দুস সালাম বলেন, খাবার আগে তোমরা সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করবে এতে করে ৪০ শতাংশ রোগ হতে মুক্তি পাবে।
বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, সেবা ক্লিনিকের সত্বাধীকারি ডা. মো. রফিকুল ইসলাম, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ডা. বোরহান উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জায়েদা আক্তার, প্রবাসী মো. মুনছের আলী প্রমূখ।