নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ সময় ৮টি মোটরসাইকেল ভাঙচুর করে হামলাকারীরা। এতে বিদ্রোহী প্রার্থীর ৫ সমর্থক আহত হন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাগ্রাদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হক টিপুর সমর্থকরা মোটরসাইকেল বহর নিয়ে শিকারীপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় হাগ্রাদী বাজার এলাকায় আওয়ামী লীগের প্রার্থী আলিমোর রহমান খানের সমর্থকরা লাঠি-সোটা নিয়ে তাদের ওপর হামলা করেন।
হামলায় টিপুর ৫ কর্মী আহত হন। তাদের মধ্যে নূর ইসলামকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হক টিপুর অভিযোগ পরিকল্পিতভাবে তার সমর্থকদের ওপর হামলা করা হয়েছে।
এ বিষয়ে জানতে আওয়ামী লীগের প্রার্থী আলিমোর রহমান খান পিয়ারার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুমন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।