শারজায় বিদ্যুৎস্পৃষ্টে দোহারের যুবকের মৃত্যু

277

দুবাইয়ের শারজা শহরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সায়েদুল বারি নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ঢাকার দোহার উপজেলার চর কুসুমহাটি গ্রামে।তিনি ওই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।

সায়েদুলের সঙ্গে একই বাসায় বসবাসকারী হাবিবুর রহমান নামে  তার এক সহকর্মী দুবাই থেকে জানান, বুধবার দুবাই সময় বেলা ১২টার দিকে শারজা শহরে নিজ কর্মস্থলে গ্রিলের কাজ করছিলেন সায়েদুল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১২ ফুট উঁচু থেকে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ শারজা আল কাশিম হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আজমান শহরে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

১২ বছর ধরে দুবাইতে থাকতেন সায়েদুল। সর্বশেষ তিন বছর আগে তিনি ছুটিতে বাড়ি গিয়েছিলেন। বাড়িতে তার স্ত্রী ও সাড়ে তিন বছরের একজন কন্যা সন্তান রয়েছে।

আপনার মতামত দিন