শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন এর বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি পালিত

116
শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন এর বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি পালিত

“দেশের বায়ু, দেশের মাটি,
গাছ লাগিয়ে করবো খাঁটি।”
এ স্লোগানকে সামনে রেখে শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন গতকাল সোমবার ২০ শে জুন বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি আয়োজন করে।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও বর্তমান সহ-সভাপতি তাজওয়ার মুহাম্মদ মুনির। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠনের সভাপতি মোঃ সালমান মাহমুদ।

এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন জনাব আতিকুর রহমান আতিক, সদস্য বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ- কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইউনুছ দেওয়ান, নুরু মোড়ল, মোক্তার হোসেন মাস্টার, ইয়ামিন হাওলাদার, গাফ্ফার দেওয়ান, আল আমিন হাওলাদার, লিটন হোসেন মাঝি, আমেনা খাতুন, ইউনুছ খাঁন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবং তারা তাদের মূলবান বক্তব্য পেশ করেন।

উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী, উপস্থিত দর্শক এবং আমন্তিত অতিথিদের মাঝে আড়াই শতাধিক বৃক্ষ বিতরণ করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উদ্যাক্তা সেলিম আশ্রাফ, সিনিয়র সহ-সভাপতি সুজন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার জাহান ঝন্টু, প্রতিষ্ঠা সদস্য জাহাঈীর হোসেন, নির্বাহী সদস্য ওমর ফারুক, রুবেল হোসেন, এনামুল, মেহেদি প্রমুখ।

আপনার মতামত দিন