শাইনপুকুর থেকে গাঁজাসহ আটক দুই

347

ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর তদন্ত কেন্দ্রের সামনে থেকে গাঁজাসহ দুই যুবককে আটক করে দোহার থানা পুলিশ। পরে আটককৃত দুই যুবককে ছয়মাসের কারাদন্ড দিয়েছে ভ্রামমান আদালত। সাজা প্রাপ্তরা হলেন, বরিশালের হিজলা থানার শ্রীপুর গ্রামের আব্দুল কালামের ছেলে মো. আরমান ও একই জেলার মুলাটী থানার মৌলা গ্রামের আব্দুল মালেকের ছেলে আরিফ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর চারটার দিকে দোহার থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ-এর নেতৃত্বে সাইনপুকুর তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল জলিল সহ পুলিশের একটি দল সাইনপুকুর তদন্ত কেন্দ্রের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজ সহ দুই যুবককে আটক করেন।

আটককৃতদের উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের দু’জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আপনার মতামত দিন