শাইনপুকুরের ফয়সাল হত্যা মামলার আসামী গ্রেফতার

1157

ফয়সাল হত্যা মামলার তিন নাম্বার আসামী মালেক মেম্বার (৪০) কে আটক করেছে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আলী আকবর ও তার টিম।

পুলিশ সুত্রে জানা যায়, রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আলী আকবরের নেতৃত্বে, এস.আই রনি ও এ.এস.আই আতিক সহ একটি বিশেষ টিম অভিযান চালিয়ে মাওয়া ঘাটা এলাকা থেকে মালেক মেম্বার কে আটক করে। এ ব্যপারে মামলার ওই ও শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আলী আকবর নিউজ৩৯.নেট-কে বলেন, আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে। আমারা একজনকে আটক করেছি এবং পালাক্রমে সবাইকেই আটক করে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত দিন