শনিবার দোহার পরিদর্শনে আসছেন সেনাপ্রধান

387

news39.net: সেনা বাহিনীর এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, শনিবার উন্নয়নমূলক কাজ পরিদর্শনে ঢাকা জেলার দোহার উপজেলায় আসছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। জানা যায়, দোহার উপজেলাধীন পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শনের উদ্দেশ্যে সেনাপ্রধান আসছেন। এসময় তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা, ঢাকা -১ সাংসদ সালমান ফজলুর রহমান এমপি।

শনিবার সকাল দশটার দিকে ঢাকা সেনানিবাস থেকে হেলিকপ্টারে করে দোহারের উদ্দেশ্যে যাত্রা করবেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ ও সাংসদ সালমান ফজলুর রহমান। এরপর ১০:০০# পুরাতন বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা ফরিদপুর জেলার সদরপুর উপজেলায়।

১০:৩০# আকোটের চরের উদ্দেশ্যে যাত্রা সকাল সকাল এবং আকোটের চরে অবতরণ।

# ঢাকা জেলার দোহার উপজেলায় ১০:৫৫ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শন

এসময় তাদের সফরসঙ্গী হিসেবে থাকবেন পানি উন্নয়ন বোর্ড এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

আপনার মতামত দিন