শত ব্যাস্ততায়ও কথা রাখলেন সালমান এফ রহমান এমপি

    1085

    তিনি কথা দিয়েছিলেন প্রতি শনিবার নিজ অফিসে জনগণের কথা শুনবেন; শত ব্যাস্ততায়ও তিনি কথা রাখলেন। তিনি জনগণের পাশে, জনগণের সাথে। তার যারা সমালোচনাকারী আজ তারা নিশ্চুপ, নয়তো গোপনে তারই পাশে এসে দাড়িয়েছেন। সালমান এফ রহমান; যাকে নিয়ে দোহার নবাবগঞ্জবাসীর আকাশ্চুম্বী প্রত্যাশা। সেই মিস্টার এমপি আজ জনগণের কাতারে। শুনলেন, শোনালেন, সমাধান করলেন জনগণের অভাবকে। আজ থেকে শুরু, শেষটা কেউ জানে না। ধন্যবাদ মিস্টার এমপি।

    আজ শনিবার বিকাল থেকে দোহার-নবাবগঞ্জের মাননীয় সাংসদ মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জননেতা জনাব সালমান এফ রহমান তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দোহার নবাবগঞ্জের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের সুখদুঃখের কথা শোনেন। এসময় তাৎক্ষণিকভাবে প্রত্যেকের সমস্যা দূর করতে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তা গ্রহণ করেন।

    উল্লেখ্য, এখন থেকে প্রতি শনিবার জননেতা জনাব সালমান এফ রহমান তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত দোহার-নবাবগঞ্জ বাসীকে সময় দিবেন।

    আপনার মতামত দিন