লাশ হয়ে বাড়ী ফিরলো আশিক

242

আছিফুর রহমান, নিউজ ৩৯ ♦ স্বপ্নপুরনের উদ্দেশ্যে দুবাইয়ের পাড়ি জমানো আশিক দেশে ফিরলো লাশ হয়ে। গত রবিবার দুবাইতে এক সড়ক দূর্ঘটনায় মারা যায় পশ্চিম ধোয়াইরের কুদ্দুস পত্তনদারের ছেলে আশিক(২৬)। শুক্রবার আশিকের লাশ দেশে পৌছানোর কথা রয়েছে।  জানা গেছে, গত রবিবার দুবাইতে ট্রাক চালানো অবস্থায় দুর্ঘটনা কবলিত হয়ে তিনি মারা যান।

দুই বছর আগে দুবাইতে পাড়ি জমান আশিক। এর আগে একবার দেশে এসে আবার পাড়ি জমান দুই বছর আগে। আসার কথা ছিল আগামী বছর ফেব্রুয়ারীতে । কিন্তু গত রবিবার দুবাইতে ট্রাক চালানো অবস্থায় দুর্ঘটনা কবলিত হয়ে তিনি মারা যাওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আপনার মতামত দিন