লটাখোলা নতুন বাজারে এক রাতে ৩ দোকানে চুরি

342

তানজিম ইসলাম ♦ দোহারের লটাখোলা নতুন বাজারে এক রাতে তিন দোকানে চুরি হয়েছে। শনিবার  রাত আনুমানিক ২:৩০ এ চুরির ঘটনা ঘটে। সকালবেলা দোকানদারা দোকান খুলতে এলে দেখে শাটারের তালা ভাগা,ভিতরে গিয়ে দেখতে পায় তাদের দোকানে চুরি হয়ছে।

তারা আবিস্কার করে তাদের দোকানের মালামাল এলোমেলো, ক্যাশের টাকা নেই। যাদের দোকানে চুরি হয়েছে তারা হলেন বাদশা,মাসুম ও মিলন। এদের মাঝে বাদশার দোকান থেকে  ৫ হাজার নগদ টাকা, মাসুমের দোকান থেকে ২টা  মোবাইল ফোন  এবং ৭ হাজার টাকা ও মিলনের দোকান থেকে ১টা হরলিকক্স ও নগদ  ৬ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।

আপনার মতামত দিন