লটাখোলা আজাহার আলী স্কুলে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত

906
লটাখোলা আজাহার আলী স্কুলে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত

লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল হাই স্কুলে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্য আক্তার হোসেন বাবুলের সভাপত্বিতে উক্ত সভায় উপস্থিত ছিলেন লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ পাল, সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন, আলতাফ হোসেন, সাথী পাল, বাবু বিপ্লব চক্রবর্তীসহ স্কুলের অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ, অভিবাবকবৃন্দ এবং স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

এ সময় আক্তার হোসেন বাবুল বলেন, ”দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত করার লক্ষে সকলকে এক সাথে কাজ করতে হবে”। এছাড়া স্কুলটিকে সিক্ষাগত দিক দিয়ে দোহারের অন্যতম একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য তিনি সংশিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত দিন