লটাখোলায় ইজিবাইকের ধাক্কায় একজন নিহত

389
লটাখোলায় ইজিবাইকের ধাক্কায় একজন নিহত

ঢাকা জেলার দোহার উপজেলার লটাখোলা-বাঁশতলা সড়কে ইজিবাইকের ধাক্কায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি লটাখোলা এলাকার আমির উদ্দিন বেপারীর ছেলে। রবিবার সকাল ১১টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, রবিবার সকাল ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে লটাখোলা উচ্চ বিদ্যালয়ের মোড়ের প্রধান সড়কে বেপরোয়া গতিতে আসা একটি ইজিবাইক ধাক্কা দেয় জাহাঙ্গীর আলমকে। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এই সময় স্থানীয়রা ইজিবাইক আটক করতে পারলেও ইজিবাইকের চালক পালিয়ে যায়। দূর্ঘটনার খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দাখিল হয়নি।

আপনার মতামত দিন