ঢাকার দোহার উপজেলায় ৮ম শ্রেণীর স্কুলছাত্রীর বিয়ের প্রস্তুতিকালে কণের বাবা ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ১০ দিনের কারাদন্ড।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূইয়ার ভ্রাম্যমান আদালত এ কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষিপ্রসাদ গ্রামের মুক্তার হোসেনের স্কুল পড়ুয়া মেয়ের (১৪) গায়ে হলুদের প্রস্তুতি চলছিল। সংবাদ পেয়ে দোহার থানা পুলিশ কণের বাবা ও তার সহযোগী নবাবগঞ্জের যন্ত্রাইল গ্রামের মো. ইয়াসিনকে আটক করে থানায় নিয়ে আসে।
বিকালে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত বাল্যবিবাহ নিরোধ আইনের ৬ ধারায় প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
দোহার থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. মোজাম্মেল জানান, শুক্রবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।