দোহার-নবাবগঞ্জে রোডমার্চে যেতে পথে পথে বাধা

291

নিউজ৩৯ ♦ চট্টগ্রাম অভিমুখে বিএনপি’র রোডমার্চ শুরু হয়েছে ঢাকার নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সকাল সোয়া দশটায় গুলশানের বাসা থেকে বের হয়ে নয়াপল্টনে এলে তার নেতৃত্বে রোডমার্চের চার হাজার গাড়ির বহর চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করে। পথে আরো দুই হাজার গাড়ি যোগ দেয় এ বহরে। 

এদিকে এ রোডমার্চে অংশ নিতে দোহার-নবাবগঞ্জ-কেরাণীগঞ্জ থেকে শত শত নেতাকর্মী ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশি বাধার মুখে পড়ে বলে জানান নেতাকর্মীরা।

বিশেষ করে দোহার থেকে নাজমুল হুদার ব্যানার বহনকারী ১৮টি হায়েস গাড়ির প্রথমে নবাবগঞ্জে ও পরে কেরানীগঞ্জে ২নং বুড়িগঙ্গা সেতুতে বাধার মুখে পড়ে বলে জানা যায়। একই ঘটনা নবাবগঞ্জ থেকে আসা ৩০ টি মাইক্রবাসের ক্ষেত্রেও ঘটে বলে জানা গেছে। তবে রাত ১টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায় তারা খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে।

দোহার নবাবগঞ্জের নেতাকর্মীদের মধ্যে যারা আছেন তারা হল ঢাকা জেলা ছাত্রদল সহ-সভাপতি মিজানুর রহমান আলম। নবাবগঞ্জ থানা ছাত্রদল সভাপতি, দোহার থানা ছাত্রদল সভাপতি আবুল হাশেম, যুগ্ম সাধারন সম্পাদক সেণ্টু ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ও জয়পাড়া কলেজ ছাত্রদল সভাপতি মোঃ জহিরুল ইসলাম সহ প্রায় ৫০০ নেতাকর্মী।

আপনার মতামত দিন