জয়কৃষ্ণপুরে ইঞ্জিন চালিত রিক্সা দুর্ঘটনা: নিহত ১

340

নবাবগঞ্জে ইঞ্জিনচালিত দুটি রিকসার মুখোমুখি সংঘর্ষে আব্দুর রজ্জব (৪৫) নামে এক জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের তিতপালদিয়া সুইচ গেইট এলাকার নিকট বেঁড়িবাধে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রজ্জব দোহার উপজেলার অওরঙ্গবাদ গ্রামের মনজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। বাড়িঘর পদ্মার গর্ভে বিলীন হলে রজ্জব নবাবগঞ্জের সোনাবাজু গ্রামের আব্দুর সত্তারে খালি জাগায় প্রায় এক বছর ধরে বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রজ্জব রাজাপুর-বালেঙ্গা নামক স্থান হতে ব্যবসার বাকি টাকা নিয়ে ইঞ্জিনচালিত রিকসায় সোনাবাজু ফেরার পথে তিতপালদিয়া সুইচ গেইটের নিকট তাকে বহনকারী ইঞ্জিনচালিত রিকসার সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ইঞ্জিনচালিত রিকসার মুখোমুখি সংঘর্ষ হয় এতে আব্দুর রজ্জব রিকসা থেকে ছিটকে রাস্তায় পরলে মাথায় মারাত্মক আঘাত পায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণের সহায়তায় তাকে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত দিন