রাত আটটার পর দোকান খোলা রাখায় দোহারে ৫ দোকানিকে জরিমানা

229
রাত আটটার পর দোকান খোলা রাখায় দোহারে ৫ দোকানিকে জরিমানা

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় দায়ে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে ৫ দোকানিকে ৫ হাজার ৫শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭নভেম্বর) রাত সাড়ে ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এস মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ম্যাজিস্ট্রেট দেখে অন্য দোকান মালিকরা দোকান বন্ধ করে চলে যান। পাঁচটি দোকানকে শ্রমআইন ২০০৬ এর ১১৪ ধারা ও ৩০৭ ধারায় ৫টি মামলায় মোট ৫ হাজার ৫শত টাকা জরিমানা করার পর তাদের কে সতর্ক করে দেয়া হয়। অভিযানের খবর আশপাশে ছড়িয়ে পড়লে দোকানীরা দোকান বন্ধ করে চলে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএস মুস্তাফিজুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা মোবাইল কোট পরিচালনা করেছি। রাত আটটার পর সকল দোকানপাট বন্ধ থাকবে তবে ঔষধের দোকান শুধু খোলা রাখা যাবে।

তিনি আরো জানান, অভিযানের সময় আমরা আল্লাহ দান বেকারিতে টুকেছিলাম সে সময় দেখি তাদের পন্য সামগ্রিতে মেয়াদ উতিন্নর তারিখ নাই। সে জন্য তাদেরকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন